স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মার্চ : ২০২১ সালের তথ্য অনুযায়ী সারা বিশ্বে মধুমেয় রোগে আক্রান্তের সংখ্যা ছিল ৪৬৩ মিলিয়ন। ২০২৩ সালে এই রোগে আক্রান্তের সংখ্যা বেরে দাঁড়ায় ৫৭৮ মিলিয়ন। এটা চিন্তার বিষয়। জীবন শৈলীর পরিবর্তনের জন্য এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শনিবার নর্থ ইষ্ট ডায়াবেটিস সোসাইটির ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে রবীন্দ্রভবনে বার্ষিক সম্মেলনের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ভারত বর্ষে প্রতি চারজন রোগীর মধ্যে তিনজন মধুমেয় রোগে আক্রান্ত।
এই মারাত্মক ব্যাধি থেকে মানব সমাজকে বাঁচতে হবে। দুশ্চিন্তা এই রোগের একটা অন্যতম কারন। তাই যোগব্যায়ামের চর্চা এই ক্ষেত্রে আবশ্যক। তবে সবার আগে জীবন শৈলীর পরিবর্তন ঘটাতে হবে। যার মাধ্যমে নিরোগ থাকা সম্ভব হবে বলে জানান তিনি। কথায় থাকলে চলবে না। কাজের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে হবে। রাজ্য সরকার স্পেশালাইজেশন গুলির আপ গ্রেডেশনের বিষয়ে চিন্তা ভাবনা করছে। অন্তিম ব্যক্তি পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা যাতে পৌছায় তার চেষ্টা চালিয়ে যেতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। চাকুরির জন্য চাকুরী করলেই হবেনা। দপ্তরকে নিজের ভাবতে হবে বলেও জানান তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট ডায়াবেটিস সোসাইটি গৌহাটির সদস্য ডাঃ প্রনব কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ডাঃ মুকুট রায়, স্বাস্থ্য সচিব ডাঃ দেবাশিষ বসু, ডাঃ প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা। এদিন নর্থ ইষ্ট ডায়াবেটিস সোসাইটির পাঁচ জন বরিষ্ঠ সদস্যকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।