স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মার্চ : বিরোধী শিবিরের যারাই বলেছিলেন ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সিঙ্গেল ডিজিটে এসে দাঁড়াবে, তাদের সংখ্যা মাত্র তিনে এসে দাঁড়িয়েছে। যিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি এখন তার দলের এই শোচনীয় পরাজয় কোণঠাসা। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এবারেই প্রথম কোন ধরনের ছাপ্পা ভোট কিংবা রেগিং ছাড়া নির্বিঘ্নে ভোট দান পর্ব সম্পন্ন হয়েছে। ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের পেছনে মুখ্য ভূমিকা ছিল মহিলাদের। শনিবার ৫ খয়েরপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যাহ্ন ভোজন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই নাম না করে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনকে কামান দাগেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
দলীয় কার্যকর্তারা এদিন শুরুতেই বিধায়ক রতন চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপন করেন। এদিনকার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টিতে এমন একজন ব্যক্তি যিনি কাউকে ঠকান না। যারাই কাজ করেন তিনি তাদের সঠিক মূল্যায়ন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশাতেই কাজ করছে রাজ্যের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার। বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সকলকে মিলেমিশে থাকার পরামর্শ দিয়েছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিরোধী শিবির গুলো এবারে ভয়ংকর এক ষড়যন্ত্র করেছিল। এই ভয়ংকর ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে একমাত্র দলীয় কার্যকর্তাদের প্রত্যয়ের কারণে। অশুভ শক্তিগুলো মানুষের শিরদাঁড়ায় কম্পন ধরিয়ে দিয়েছিল। ভোটের আগের দিন রাত্রিবেলা পর্যন্ত বিরোধী শিবির গুলো নিশ্চিত নেতারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে। যার কারণে ভারতীয় জনতা পার্টির কিছু সংখ্যক কার্যকর্তা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছিল। নাম না করেই তিনি বলেন এই বিধানসভা কেন্দ্রে এমন অনেকগুলো বুথ রয়েছে যেখানে প্রচুর পরিমাণে কাজ করা সত্ত্বেও ভোটে পিছিয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। যদিও শেষ পর্যন্ত খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে একটা সম্মানজনক ব্যবধান নিয়েই জয়লাভ করতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি। এর জন্য মাতৃ শক্তিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এবারের ভোট হয়েছে ভবিষ্যত নির্ধারনের ভোট । ২০২৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেসের দেখা পাওয়া যাবে না। সিপিআইএম এবং কংগ্রেসের রাজনীতি শেষ হয়ে গেছে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব।