স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : শনিবার নতুন নগর ছাত্র বৃন্দ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে শিবিরের সূচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ অন্যান্যরা। শিবিরে এইদিন নতুন নগর ছাত্র বৃন্দ ক্লাবের সদস্য সদস্যারা স্বেচ্ছায় রক্তদান করে।
শিবিরে উপস্থিত অতিথিরা রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের কারনে গত দুই তিন মাস ধরে নির্বাচনের কাজে সকলে ব্যস্ত ছিল। নির্বাচনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্য করেছেন রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সঙ্কট চলছে। তাই মুখ্যমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রক্তদানে এগিয়ে আসার জন্য। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা রক্তদানে এগিয়ে এসেছে। একই সাথে বিজেপি দলের কর্মী সমর্থকরা রক্তদানে এগিয়ে এসেছে। তারই অঙ্গ হিসাবে এইদিন নতুন নগর ছাত্র বৃন্দ ক্লাবের কর্মকর্তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।