স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মার্চ : ৪১ তম বই মেলায় চোরের আনাগোনা। শুক্রবার রাতে হাপানিয়াস্থিত বইমেলার সামনে থেকে সন্দেহ জনক সুভাষ রুদ্র পাল নামে এক ব্যক্তিকে জালে তুলে আমতলী থানার পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মেলাঘর থেকে রঞ্জিত সরকার নামে আরও এক ব্যক্তিকে আটক করে আমতলী থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার হয় টি আর ০১ আর ৮৮৯৬ নাম্বারের একটি বাইক।
শনিবার এস.ডি.পি.ও আমতলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শুক্রবার হাপানিয়াস্থিত বইমেলার সামনে থেকে আমতলি থানার পুলিশ বাইক চোর সন্দেহে সুভাষ রুদ্র পালকে আটক করে। তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে ১২ মার্চ আগরতলার সাইন্স সিটির সামনে থেকে যে বাইকটি চুরি হয়েছে সেই বাইকটি মেলাঘর রঞ্জিত সরকারের কাছে রয়েছে। এই বাইক চুরির সাথে সুভাষ রুদ্র পাল ও রঞ্জিত সরকার যুক্ত রয়েছে। সেই মোতাবেক রঞ্জিত সরকারকে আটক করা হয়েছে এবং বাইকটি উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদের সাথে আর কে কে যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। দ্রুত বাকীদের জালে তুলতে সক্ষম হবে বলে মনে করছে পুলিশ।