Friday, February 7, 2025
বাড়িরাজ্য৪ জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী : মুখ্যমন্ত্রী

৪ জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী : মুখ্যমন্ত্রী

-স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : আগামী ৪ জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এম বি বি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যবাসীর উদ্দেশ্যে সম্বোধন করবেন। বড়দিন উপলক্ষ্যে শনিবার কাশীপুর সংলগ্ন মরিয়ম নগর চার্চে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী এদিন চার্চ পরিদর্শন করেন।

বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন সকলের সঙ্গে। অনুষ্ঠানে অংশ নিয়ে কেক কেটে বড় দিন উদযাপন করেন তিনি। চার্চ প্রাঙ্গণে পরিবেশিত হয় ক্ষুদে শিল্পীদের নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন শান্তিই সমৃদ্ধি আনতে পারে। একই সঙ্গে আনতে পারে উন্নয়ন। দুটি অঙ্গাঙ্গী ভাবে জড়িত। সাকারাত্মক চিন্তা ভাবনা করলে সফলতা আসবে। নাকারাত্মক চিন্তা ভাবনা মানূশকে অখুশি করে। এই ক্ষেত্রে সময়কে মান্যতা দিতে হবে। অর্থ , সম্পত্তি, মেধা, পরিবর্তন করা গেলেও সময়কে পরিবর্তন করা সম্ভব নয় বলে জানান তিনি। নাকারাত্মাক চিন্তা ভাবনার জন্য মানুষ সময়কে পরিবর্তন করতে যায়।

 তখনই তাদের পরাজয় ঘটে। ব্যবস্থার বাইরে গিয়ে কখনো সাফল্য অর্জন করা যায় না বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী ২১ জানুয়ারী ত্রিপুরার পূর্ণ রাজ্য প্রাপ্তীর ৫০ বছর পূর্তি হচ্ছে। সেদিন ঘোষণা করা হবে ২০৪৭ সাল পর্যন্ত ত্রিপুরাতে কি কি হবে, কোথায় যাবে ত্রিপুরা তাঁর রূপরেখা । আগামী ২৫ বছরে কি হতে চলেছে তা আজকের নবীন প্রজন্ম জানবে। এতে নবীন প্রজন্মের কাছে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে। নির্ণয় করতে পারবে তারা।

 পুরনো সরকার ২৫ বছরের রূপরেখা নির্ণয় করে দেয়নি। তাই  মানুষ অবগত ছিল না কি হতে চলেছে। সেবা ভাবের সঙ্গে যুক্ত কাজের যুক্ত হতে নবীনদের কাছে আহবান জানান মুখ্যমন্ত্রী। এই দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জারা নাকারাত্মক চিন্তা ভাবনা নিয়ে মানুষের মধ্যে বিবাদ তৈরি করে তাদের পাল্টা প্রশ্ন করার আহবান জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, বিধানসভার উপাধ্যক্ষ রতন চক্রবর্তী ও অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য