স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মার্চ : নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ির গ্যারেজ। ঘটনা বুধবার গভীর রাতে গন্ডাছড়া সরমা দেবনাথ পাড়া বটগাছ চৌমুহনী এলাকায়। জানা যায় এদিন রাতে দুষ্কৃতীরা সুজন দে এবং সম্রাট সরকারের নতুন গাড়ির ওয়ার্কশপে আগুন ধরিয়ে দেয়। এই সময় গন্ডাছড়া- রইস্যাবাড়ি রাস্তা দিয়ে পুলিশ যাওয়ার সময় আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনদের খবর দেয়। এলাকাবাসীরা ছুটে এসে ওয়ার্কসপ মালিকদের খবর দেয়।
এরই মাঝে খবর দেওয়া হয় গন্ডাছড়া দমকল কর্মীদের। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে এলাকাবাসীদের সহযোগিতায় অনেকটা সময় বাদে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে গাড়ির ওয়ার্কশপটি সম্পূর্ণভাবে পড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় গাড়ির যন্ত্রাংশ সহ প্রায় ২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়। তারা দুজন অনেক আশা নিয়ে মাত্র ১৭ দিন আগে ওয়ার্কশপটি খুলে ছিলেন। এরই মাঝে তাদের এত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। এদিকে এলাকাবাসীরা দাবি তুলেছেন রাতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর জন্য। অন্যথায় আগামী দিনে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।