স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মার্চ : বুধবার মনু বিদ্যুৎ সাব ডিভিশনের প্রাইভেট কোম্পানি ফিডকো-র কর্মরত এক অস্থায়ী কর্মী বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। ঘটনার বিবরণের জানা যায় শাটডাউন নিয়ে ময়নামাতে একটা ফিউজ লাগাতে যায় কুকিলা মোহন ত্রিপুরা ২৪ বছরে এক ব্যক্তি। কিন্তু বিদ্যুৎ কর্মী কোকিলা মোহন ত্রিপুরাকে না জানিয়ে কন্ট্রোল রুম থেকে বিদ্যুৎ সংযোগ চালু করে দেয়।
ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে সে। পরবর্তী সময় মনু স্বাস্থ্য কেন্দ্র থেকে কুলাই, এবং কুলাই হাসপাতাল থেকে জিবিতে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কুলে ঢলে পড়ে কুকিলা মোহন ত্রিপুরা। সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কারণ তারা মনে করছে সংশ্লিষ্ট কন্টোল রুমের দায়িত্বে থাকা কর্মীদের চরম গাফিলতি রয়েছে। তাদের এধরনের গাফিলতির কারণে আগেও এ ধরনের ঘটনা সংগঠিত হয়েছে। এর সুষ্ঠু তদন্তের দাবি জানালেন মৃত ব্যক্তির সহ কর্মীরা।