স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মার্চ : নাবালিকা শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অবশেষে নড়েচড়ে বসলো রাজ্য শিশু সুরক্ষা কমিশন। ঘটনার বিবরণে জানা যায় ১৩ মার্চ কমলা সাগর বিধানসভার আমতলী থানাধীন মতিনগর সীমান্ত এলাকার ৫৫ বছর বয়সি দুলাল মিযঞা একই এলাকার সাত বছরের এক নাবালিকা শিশু কন্যাকে টাকার লোভ দেখিয়ে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। নাবালিকা শিশু কন্যার চিৎকার করলে এলাকার এক ব্যক্তি এগিয়ে আসে।
এবং শিশু কন্যা ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের ঘটনার বিষয়ে অবগত করে। ১৪ মার্চ নাবালিকা শিশু কন্যার মা আমতলী থানায় অভিযুক্ত দুলাল মিয়ার বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নামে। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্ত দুলাল মিঞাকে গ্রেফতার করতে পারেনি। জানা গেছে ঘটনার পরই দুলাল মিয়া বাংলাদেশে পালিয়ে গেছে। এই ঘটনার বিষয়ে জানার পর রাজ্য শিশু সুরক্ষা কমিশন নড়েচড়ে বসে। বৃহস্পতিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী মতিনগরস্থিত সেই নাবালিকার বাড়িতে যান। এবং পরিবারের লোকজনদের সাথে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হন। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী জানান এই ঘটনাটি একটি অত্যন্ত নেক্কার জনক ঘটনা। বর্তমান শিক্ষিত সমাজে এই ধরনের ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। তাই তিনি পুলিশ প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন দ্রুত অভিযুক্ত দুলাল মিঞাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য।