স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মার্চ : সময় মত ঋণ পরিশোধ করতে না পারার কারণে ধর্মনগর মহকুমার কালিবাড়ি রোড সংলগ্ন হোটেল রাতদিন দখলে নিল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রিকভারি ডিপার্টমেন্ট। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন ধরে আইনি শলা পরামর্শ চলছিল। একাধিকবার নোটিশ দেওয়ার পরেও রাত দিন হোটেলের কর্ণধার চয়ন ভট্টাচার্য কোন ধরনের কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত এই মামলাটি চলে যায় ভিজিলেন্স এর কাছে।
ভিজলেন্স থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৬ মার্চের মধ্যে ঋণ পরিশোধ না করলে রাত দিন হোটেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বৃহস্পতিবার সেই মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্বপ্রাপ্ত সঞ্জীব দেবনাথকে সামনে রেখে ২০০২ ভারতীয় আইন মোতাবেক রাত দিন হোটেল দখলে নেয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রিকভারি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন ২০১৩ সালে ২ কোটি ২০ লক্ষ টাকা এবং ২০১৯ সালে আবারো উনিশ লক্ষ টাকা বকেয়া রয়ে গেছে। সব মিলিয়ে বিশাল অংকের টাকা দেনা রয়েছে হোটেল রাত দিন। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রিকভারি কমিটি হোটেল রাতদিন দখলে নেওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো শুরু করবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত সেই অধিকারিক। উল্লেখ্য রাত দিন হোটেলের কর্ণধার চয়ন ভট্টাচার্য ২০২৩ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস মনোনীত প্রার্থী হয়ে ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।