Saturday, February 8, 2025
বাড়িরাজ্যসাম্প্রতিক একাধিক সমস্যা নিয়ে উদ্বেগ বিরোধী দলনেতার

সাম্প্রতিক একাধিক সমস্যা নিয়ে উদ্বেগ বিরোধী দলনেতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : রাজ্যের একাধিক সমস্যা নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি শনিবার দুপুরে সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সেসব সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বললেন, দীনদায়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা নিয়ে সম্প্রতি উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা গ্রহণ করা হয়েছে। এবং অভিযোগ নিম্নমানের কাজ হচ্ছে রাজ্যে।

 ভোক্তাদের উপর আঘাত নেমে আসছে। বিদ্যুতের যখন-তখন চপলতা হচ্ছে। বিষয়টি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাতে দেখা গেছে মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। কারণ যে সংস্থার যোগ্যতা নেই, সে সংস্থাকে দিয়ে কাজ করানো হচ্ছে। এবং মানুষের কাছে আরও অভিযোগ সম্প্রতি বিদ্যুৎ বিল পাহাড় সমান এসে পৌঁছাচ্ছে মানুষের বাড়ি বাড়ি। এতে মানুষ হতভম্ব হয়ে পড়ছে। তবে বিদ্যুতের এ ধরনের পরিষেবা চলতে দেওয়া যায় না।

সরকারের বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা দরকার। কারণ মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা জন্য যে টাকা প্রদান করা হচ্ছে সেই টাকা অত্যন্ত কম। সে টাকা দিয়ে ঘর নির্মান করা যায় না। মানুষ এগুলি নিয়ে প্রশ্ন তুলছে। তাই ঘর নির্মাণের জন্য যে অর্থ রাশি প্রদান করা হয় সেই অর্থরাশি যেন বাড়ানো হয় তার জন্য দাবি জানানো হচ্ছে। তিনি এদিন অভিযোগ তুলে আরো বলেন, শিক্ষা ব্যবস্থাকে সরকার বেসরকারিকরণ করতে  চাইছে। কিছু স্কুল বন্ধ করে দিতে চাইছে। কোন নীতি নিয়ম অনুসরণ করবে তার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই এর প্রতিবাদ জানান তিনি। শ্রী সরকার বলেন পূবর্তন সরকারের সময় ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার কম জেনেও মহল্লায় মহল্লায় স্কুল গড়ে তোলা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার সেসব স্কুলে ছাত্র-ছাত্রী পরিসংখ্যান অনেক কম, সেসব স্কুল বেসরকারি হাতে তুলে দিতে চাইছে। স্কুল গুলি বন্ধ করে দিতে চাইছে। কোন নিতি অনুসরণ করে সরকার এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে তা স্পষ্ট করা দরকার। সরকার শিক্ষা ক্ষেত্রে বেসরকারিকরণ করে ব্যবসা উন্মুক্ত ব্যবস্থা করে দিতে চাইছে। তাই দাবি জানানো হচ্ছে সরকার যাতে এ ধরনের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। এবং সরকার কি কারণে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে তা তদন্ত হওয়া দরকার।

 শিক্ষা নিয়ে মুনাফা কামানোর ব্যবস্থা করতে চাইবে বর্তমান সরকার তা হয়তো রাজ্যবাসীর চিন্তার বাইরে ছিল। সরকারের এ ধরনের সিদ্ধান্তে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের পড়াশুনা করার সুবিধা ধীরে ধীরে সংকুচিত হয়ে যাবে বলে আশঙ্কা ব্যক্ত করেন তিনি।

 তিনি আরো বলেন বিদ্যারজ্যোতি নিয়ে শহরে স্কুলগুলিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে সরকার। কিন্তু সরকারের এ ধরনের চিন্তাভাবনা রাজ্যের ১০০ টি স্কুলে ১ লক্ষ ছাত্র ছাত্রী অধিক গুরুত্ব পাবে। সরকারের আলাদা নজর ঠিক নয়। এতে বৈষম্য সৃষ্টি হবে। ছেলেমেয়েদের বিভাজনের চিন্তাভাবনা এখন’ই চলে আসবে। ভবিষ্যতের উপর প্রভাব পড়বে। তাই রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রীদের এক নজরে গুরুত্ব দিয়ে দেখা দরকার বলে অভিমত ব্যক্ত করলেন মানিক সরকার। সম্প্রতি দেখা গেছে শহরে গান্ধীঘাট হকারদের উচ্ছেদ করা হয়েছে। কিন্তু সরকারের কাছে দাবি রাখা হচ্ছে সরকার যেন এ ধরনের উচ্ছেদ করার আগে হকারদের স্থায়ী ব্যবসা করার জায়গা তৈরি করে দেয়। কারণ না হলে এ ধরনের উচ্ছেদ সম্পূর্ণভাবে অমানবিক। সুতরাং গরিবদের মুখের গ্রাস কেড়ে নেওয়া ঠিক নয়। পাশাপাশি তিনি আরো বলেন সম্প্রতি মহাকরণে এক মন্ত্রী বলেছেন ওমিক্রন এখনো ত্রিপুরা রাজ্যে চিহ্নিত হয়নি। আর ওমিক্রন পরীক্ষার মেশিন ত্রিপুরা রাজ্যে নেই। কলকাতা থেকে এক সপ্তাহ পর রিপোর্ট আসে। কিন্তু মাঝখানের সময়ে বিভিন্ন কিছু ঘটে যেতে পারে আশঙ্কা ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেছেন ওমিক্রন পরীক্ষার মেশিন ফেব্রুয়ারি মাসে আসবে। কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত মেশিনটি আসতে যদি সময় লাগে তাহলে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করা দরকার। কারণ এই মেশিন ত্রিপুরা মতো একটি প্রত্যন্ত রাজ্যে দ্রুত দরকার বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএমের নেতৃত্ব বাদল চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য