স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : শিক্ষিত বেকারদের নিয়ে খেলায় মেতে উঠেছে সরকার, মিথ্যা বলতে বলতে তলিয়ে যাচ্ছে বিজেপি। বিজেপি নেতৃত্বরা ভন্ডামি ঢাকতে প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে সি পি আই এম -কে নিয়ে অপপ্রচার করছে। তাদের মন্ত্রীরা মিথ্যা বলা নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। তাই বছরে ৫০ হাজার সরকারি চাকরি এবং মিসকলে চাকুরি ভুলে গেছে বিজেপি।
গত ২২ ডিসেম্বর প্রদেশ বিজেপি মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে সেসব প্রতিশ্রুতি অস্বীকার করেছেন। এর তীব্র নিন্দা জানানো হচ্ছে ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ -এর পক্ষ থেকে। শনিবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি বলেন সরকারে প্রতিষ্ঠিত হওয়ার আগে ভিশন ডকুমেন্টের ৫ নম্বর পৃষ্ঠায় ৫০ হাজার চাকরি প্রতিবছর প্রদান করার উল্লেখ ছিল। এখন প্রদেশ বিজেপি মুখপাত্র বলেছেন ৫০ হাজার সরকারি চাকরি নয়, ৫০ হাজার কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতি পরিবারে একজনকে চাকরি দেওয়া হবে বলেছিল। এখন সরকার তাদের ওয়েবসাইট থেকে ভিশন ডকুমেন্ট মুছে ফেলেছে। বিজেপি এভাবে রাজ্যবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে। এত সহজে রাজ্যবাসীকে বেকুব বানানো যাবে না। রাজ্যে বিজেপি সরকারের আমলে প্রায় সাড়ে চার হাজার শূন্যপদ অবুলিস্ট হয়েছে। জি আর এস, এস পি ও জন্য যে ইন্টারভিউ গ্রহণ করা হয়েছিল সেই গুলি কোন খবর নেই। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে পরীক্ষা গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ করতে পারে নি বিজেপি সরকার। বিধানসভার তথ্য অনুযায়ী ২০১৮-২০২০ অর্থবর্ষে ২০৪৭ জন নিয়োগ হয়েছে সরকারি দপ্তর গুলিতে। এ এন এম -তে ২০১৭ সালের পর আর নিয়োগ হয়নি। জি এন এম -তে ২০১৬ সালের পর আর নিয়োগ হয়নি। রাজ্যে বেকার এ এন এম এবং জি এন এম রয়েছে পায় ৫ হাজার। এবং রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অঙ্গনওয়াড়ি, আশা কর্মী, পাম্প অপারেটর, জাইকা প্রকল্পের কর্মীরা ছাঁটাই হয়েছে। ফলে রাজ্যের বেকারত্বের হার বাড়ছে। কিন্তু বিজেপির মুখপাত্রের সঠিক তথ্য দেওয়ার কোন ক্ষমতা নেই।
বহিঃরাজ্যে একটি সংস্থার রিপোর্টে দেখা গেছে গত ২৪ ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরা রাজ্যে বেকারত্বের হার ১৩.০৪ শতাংশ, আর দেশে বেকারত্বের হার ৭.০৭ শতাংশ এবং কেরলের মতো বাম শাসিত রাজ্যের বেকারত্বের হার ৭.০১ শতাংশ। তাই রাজ্য সরকারের উদ্দেশ্যে বলা হচ্ছে সরকার ভিশন ডকুমেন্ট ওয়েবসাইট থেকে যত মুছবে তত বেশি ভিশন ডকুমেন্ট রিপোর্ট কার্ড করে রাজ্যের মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে যাবে বাম যুবকরা বলে জানান নবারুণ। তিনি আরো বলেন ভিশন ডকুমেন্টের এক ইঞ্চি কাজও রাজ্যে হয়নি। এবং বর্তমানে বিজেপি আউটসোর্সিং এর মাধ্যমে কন্ট্রাকটারদের লাভের জন্য বেকারদের বিভিন্ন দপ্তরে কাজে লাগাচ্ছে। তাই আউটসোসিং প্রথা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। না হলে গোটা রাজ্য জুড়ে বাম যুব সংগঠন আন্দোলন করবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, টি ওয়াই এফ আই রাজ্য নেতৃত্ব অমলেন্দু দেববর্মা।