স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : মদের আসরে পূর্বের শত্রুতা মেটালো দুর্বৃত্তরা। ঘটনা মঙ্গলবার রাতে যোগেন্দ্র নগর আম্বেদকর কলোনি এলাকায়। তাপস সরকার নামে আমরা বাঙালি দলের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এদিন ঘটনার সূত্রপাত হয় চায়ের দোকানে কাপ ভেঙ্গে ফেলার ঘটনা ঘিরে।
অভিযুক্তরা তপন সরকার, কবি কৃষ্ণ দাস। আহত যুবক জানান, তপন সরকার এবং কবি কৃষ্ণ দাস নামে দুই যুবকের সাথে তাপসের নির্বাচনের আগে থেকেই ঝামেলা চলছিল। এদিন চায়ের কাপ ভেঙে ফেলার পর তাপস এ বিষয়ে মন্তব্য করার পরেই ধারালো দা দিয়ে তাপসের মাথায় আঘাত করে। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা খবর দেয় বাড়ির লোকজনদের। বাড়ির লোকজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় তাপসকে মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। সাথে সাথে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।