স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর: শনিবার ছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৭ তম জন্ম দিবস। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ বিজেপি-র সভাপতি ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মেয়র দীপক মজুমদার, সাংগঠনিক সম্পাদক কিশোর বর্মণ সহ অন্যান্যরা।
মানুষের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কর্মকান্ডকে তুলে ধরার জন্য ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে সুশাসন দিবস হিসাবে ঘোষণা করেছেন। মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল গভীর। তাই এই দিনটিকে সুশাসন দিবস হিসাবে বিজেপি কার্যকরতারা উদযাপন করে। তাঁর দেখানো পথে চলেই বিজেপি বর্তমানে এগিয়ে চলেছে বলে জানান প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা। প্রতিটি মন্ডল ও বুথে সুশাসন দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে বলে জানান তিনি।