স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : ভোট ফলাফলের পর যে সন্ত্রাসের আবহ সারা রাজ্যে সৃষ্টি হয়েছে তা বন্ধের নাম নিচ্ছে না। জারি রয়েছে লাগাতার সন্ত্রাস। শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দল এই সন্ত্রাসে ব্যস্ত রয়েছে।
মঙ্গলবার জিরানিয়া থানাধীন খুন্ডামুড়া এলাকায় তিপ্রা মথার নেতৃত্ব নিরোধ দেববর্মার বাড়িতে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘরের সামনে এই বোমা দেখে নেতার পরিবার খবর দেয় জিরানিয়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জলের বালটিতে বোমা ভিজিয়ে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ জানায় বোমা উদ্ধার করা হয়েছে। তবে কারা এ বোমার নিক্ষেপ করেছে তার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসেন এমডিসি গণেশ দেববর্মা। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন তিনি। এলাকায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী।