স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : মঙ্গলবার রাজ্যভিত্তিক ৪৮ তম বিজু মেলা নিয়ে পশ্চিম জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধায়ক শম্ভু লাল চাকমা, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিভিন্ন চাকমা সংগঠনের নেতৃত্ব। এদিন বৈঠকের পর মন্ত্রী সান্তনা চাকমা জানান, সুষ্ঠুভাবে বিজু উৎসব পরিচালনার লক্ষ্য নিয়ে এই বৈঠকে আয়োজন করা হয়েছে।
আগামী ১৩, ১৪ এবং ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে বিজু উৎসব। চাকমা সম্প্রদায়ের ঐতিহ্য এবং সংস্কৃতি বিজু উৎসবের মধ্যে রয়েছে। তিনি আরো জানান মুখ্যমন্ত্রী কাছে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে স্বামী বিবেকানন্দ ময়দানে যদি ঐতিহ্যবাহী উৎসব করা যায় তাহলে অনেকটাই ভালো হবে। এবার বিজু উৎসবে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে মানুষ অংশ নেবে। বিজু উৎসবের ঐতিহাসিক রূপ দিতে উদ্যোক্তারা আন্তরিক বলে জানান মন্ত্রী। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক অধিকারিকেরা।