স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : পুলিশ চোরের প্রেমে পড়েছে। নাহলে হতে পারে না স্বামীর চোর আর স্ত্রী পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ কনস্টেবলের স্বামীকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ। রবিবার প্রগতি রোডে আটক চোরের গোষ্ঠীকে জালে তুলে পুলিশ কনস্টেবলের স্বামীর সন্ধান পায় পুলিশ। সোমবার বিকেলে চারিপাড়া শচীন্দ্র লাল এলাকায় বাড়ি থেকে আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে সত্তার মিঞা নামে এই ব্যক্তি বাড়িতে চুরি যাওয়া সামগ্রী ব্যবসা নিয়ে বসে আছে। সত্তর মিঞার স্ত্রী মতিয়া বেগম পুলিশ কনস্টেবল। স্ত্রী পুলিশ হওয়ায় কেউ হয়তো অভিযোগ তুলতেও ভাবতে হচ্ছে। কিন্তু রবিবার রাতে যখন রাজধানী প্রগতি রোড এলাকা থেকে রাঘব বোয়াল অস্ত্রসস্ত্র সহ আটক হয়েছে তখন কান টানলে মাথা আসে প্রবাদটি মিলে গেছে হুবহু। অভিযুক্ত সত্তার মিঞার কাছ থেকে এসি, পূর্ত দপ্তর ও স্মার্ট সিটির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানায় পুলিশ। পুলিশ চুরি সামগ্রী বিক্রেতা সত্তার মিঞাকে গ্রেপ্তার করেছে। আটক করেছে চুরি সামগ্রী আনা নেওয়ার কাজে ব্যবহৃত টি আর ০১ বি এস ০৬৮৪ এবং টি আর ০১ এইচ ৪০০১ নম্বরের দুটি গাড়ি ।
এদিকে দশমীঘাট এলাকার মায়া রানী দাস নামে এক মহিলাকেও এদিন আটক করেছে পশ্চিম থানার পুলিশ। অভিযুক্ত মহিলা চুরির সামগ্রী কেনার সাথে জড়িত। সোমবার দুপুরে এই মহিলার বাড়িতে অভিযান চালিয়ে বিদ্যুতিক পাখা, বিভিন্ন বাসনপত্র আটক করা হয়। এখন পর্যন্ত মোট ১৭ জন আটক হয়েছে। এই ১৭ জনের সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের জালে তুলতে পুলিশ তদন্ত জারি রেখেছে। সহসাই পুরো গ্যাং জালে তুলতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। এদিন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুজনই চুরি সামগ্রী বিক্রেতা।