Wednesday, March 26, 2025
বাড়িবিশ্ব সংবাদক্রাইমিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে: ইউক্রেইন

ক্রাইমিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে: ইউক্রেইন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২১ মার্চ: ক্রাইমিয়ার উত্তরাঞ্চলে রেলপথে পরিবহনের সময় এক বিস্ফোরণে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে বলে ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।  কৃষ্ণসাগরের উপদ্বীপটির জানকোই শহরের রুশপন্থি প্রধান জানিয়েছেন, ওই এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে।বিবিসি জানিয়েছে, ইউক্রেইন এ বিস্ফোরণের কথা ঘোষণা করলেও তারা এই হামলার পেছনে আছে তা পরিষ্কার করে বলেনি। যদি নিশ্চিত হয়, তাহলে ক্রাইমিয়ায় ইউক্রেইনের সামরিক বাহিনীর চালানো বিরল অভিযান হবে এটি; ২০১৪ সাল থেকে এই উপদ্বীপটিকে নিজেদের সীমান্তভুক্ত করে রেখেছে রাশিয়া।এক বিবৃতিতে ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “এটি (বিস্ফোরণ) রাশিয়াকে নিরস্ত্রীকরণ করা অব্যাহত রাখা ও ইউক্রেইনের ক্রাইমিয়া উপদ্বীপ দখল বন্ধ করার প্রস্তুতি।”কিয়েভ বলেছে, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার কৃষ্ণসাগরীয় বহর ব্যবহার করবে বলে নিয়ে যাওয়া হচ্ছিল।জানকোই শহরের প্রশাসক ইহোর আইভিন জানিয়েছেন, ধ্বংস করা এক ড্রোনের টুকরার আঘাতে আহত ৩৩ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। ড্রোন হামলায় কোনো সামরিক লক্ষ্যস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলেননি তিনি। স্থানীয় গণমাধ্যম আইভিনকে উদ্ধৃত করে জানিয়েছে, ওই হামলায় বেশ কয়েকটি ভবনে আগুন ধরে যায় এবং ক্রাইমিয়ার বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত হয়।শেষবার ক্রাইমিয়ার বন্দর শহর সেভাস্তোপোলে ২০২২ সালের অক্টোবরে তাদের কৃষ্ণসাগরীয় বহরে ড্রোন হামলার জন্য ইউক্রেইনকে দায়ী করেছিল রাশিয়া। তখন তারা বলেছিল, আক্রমণ চালাতে নয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে আর এতে একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।ইউক্রেইন ওই হামলা তারা চালিয়েছে বলে স্বীকার করেনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য