স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : ত্রিপুরা কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের চেয়ারপার্সন হিসাবে সোমবার দায়িত্ব নিলেন জয়ন্তী দেববর্মা। তিনি সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজিত প্রার্থী। এদিন তিনি শিশু সুরক্ষার দায়িত্ব পেয়ে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, শিশুদের সুরক্ষিত করা এবং তাদের বিকাশের জন্য বহু পরিকল্পনা রয়েছে সরকারের।
শিশুদের সুরক্ষার জন্য রাজ্যবাসী সকলকে এগিয়ে আসতে হবে। কারণ এই শিশুরাই সমাজ, রাজ্য এবং দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের যত্ন করে বড় করে তুললে তারাই আগামী দিনে দেশ এগিয়ে নিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আর বলেন শিশু শ্রম বন্ধ করতে সরকার আইন কঠোরভাবে মানুষ নির্দেশ দিয়েছে। শিশুশ্রম যে সমাজের অভিশাপ তিনি স্পষ্ট করে এদিন বলেন। তিনি বলেন যাদের বয়স হয়নি কাজ করার তাদের দিয়ে কাজ করানো অত্যন্ত দুঃখজনক। শিশু শ্রম যাতে সমাজে না থাকে তার জন্য চেষ্টা করবেন বলে জানান জয়ন্তী দেববর্মা।