স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সরকারি কর্মচারীদের ভূমিকা শাসক দলকে হতাশাগ্রস্ত করেছে। এর নিশ্চিত চুলচেরা বিশ্লেষণ করবে সরকার। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে – ২০২৩ অনুষ্ঠানে বক্তব্য রেখে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য অনেক কিছু করলেও ফলাফল কিন্তু তেমন দেখা যায় না। ফলাফল অন্য কিছু দেখা যায়। সরকার কর্মচারীদের সাথে থাকতে চায়। কিন্তু সরকারের সাথে যদি না থাকতে চায় তাহলে কি আর হবে।
কিন্তু সরকারের পাশে কেন কর্মচারীরা নেই এর চুলচেরা বিশ্লেষণ হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন ত্রিপুরা গড়ার লক্ষ্যে যেভাবে সরকার কাজ করছে তার জন্য কর্মচারীদের একমত হওয়া জরুরি। কারণ কর্মচারীরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কারিগর। সময়ের কাজ সময়ে করলে শ্রেষ্ঠ ত্রিপুরা সম্ভব হবে। কারণ তারা সমাজের অংশ। সরকার পরিকল্পনা নিয়েছে পি এইচ সি সেন্টার গলিতে একজন করে ডেন্টাল সার্জন, সি এইচ সি -তে দুজন করে ডেন্টাল সার্জন, এবং জেলা হাসপাতাল গুলিতে চারজন করে ডেন্টাল সার্জন দেওয়া হবে। বিশেষ করে ডেন্টাল কলেজে ২৫ থেকে ৩০ জন ডেন্টাল সার্জন দেওয়া হবে। এর পাশাপাশি আরবান পি এইচ সি সেন্টারেও ডেন্টাল সার্জন দেওয়া হবে বলে ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী আরো বলেন মুখগহ্বরে প্রতি সকলকে যত্ন নেওয়া জন্য সংশ্লিষ্ট দপ্তরকে আরো বেশি সচেতন মূলক কর্মসূচি করা জরুরি। মুখ মানুষের আসল, এই মুখ দিয়ে মানুষের হাসি ফোটে। এবং মুখ দেখে আত্মবিশ্লেষণ হয়। চিকিৎসকদের আদর্শ পুরুষ হতে গেলে প্রথমে মুখের প্রতি যত্নবান হতে হবে। এবং কিছু অভ্যাস চিকিৎসকদের পরিবর্তন করতে হবে। এমনটাই আকার ইঙ্গিতে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। এদিনের আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু সহ অন্যান্য আধিকারিক। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ডেন্টাল সার্জন, কমিউনিটি হেলথ অফিসার এবং এ এন এম -এর ছাত্রছাত্রীরা।