Saturday, March 22, 2025
বাড়িরাজ্যককবরক ভাষার পরীক্ষা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগে ডেপুটেশন

ককবরক ভাষার পরীক্ষা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ককবরক ভাষার পরীক্ষা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে শিক্ষা দপ্তরের দ্বারস্থ হল বাম ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, গত ১৭ ও ১৮ মার্চ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ককবরক ভাষার পরীক্ষা হয়।

পরীক্ষা দিতে বসে ছাত্র ছাত্রীদের হরফ নিয়ে সমস্যায় পড়তে হয়। পরীক্ষার্থীরা রোমান নাকি বাংলা হরফে পরীক্ষা দেবে তা ছিল সম্পূর্ণ অস্পষ্ট। কয়েকটি পরীক্ষা কেন্দ্রে বাংলা হরফে লিখতে হবে বলে বাধ্য করা হয়। এতে ইংরেজি মাধ্যমের ছাত্র-ছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মোহনপুর মহকুমা সহ অম্পি ও কাকড়াবন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একইভাবে সমস্যায় পড়তে হয়। ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে ককবরক বিষয় পরীক্ষার ক্ষেত্রে যে কয়েকটি স্কুলে হরফ নিয়ে এই সমস্যা তৈরি হয়েছে তার সমাধানে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। ডেপুটেশনের সময় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব নেতাজি দেববর্মা, সুলেমান আলী, হিমাদ্রি ঘোষ সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য