স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : নবগঠিত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হবে আগামী ২৪ শে মার্চ। ২৩ শে মার্চ দুপুর ১ টার আগে মনোনয়নপত্র দাখিল করা হবে। ভারতের জাতীয় কংগ্রেস এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টি আলোচনা করে প্রার্থী হিসেবে গোপাল চন্দ্র রায়ের নামে সীলমোহর দেওয়া হয়েছে। এবং এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।
তিনি জানান, এই নির্বাচনে কংগ্রেস, মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এবং তিপরা মথার হয়ে সম্মিলিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন গোপাল চন্দ্র রায়। তিনি ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। বীরজিৎ সিনহা বিধানসভার নির্বাচিত সদস্য সদস্যদের প্রতি আহ্বান জানান, গোপাল চন্দ্র রায়কে সম্মিলিতভাবে নির্বাচিত করার জন্য। কারণ তিনি উচ্চশিক্ষিত এবং দীর্ঘদিন বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সার্বিক দিক বিবেচনা করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী এবং তিপরা মথা গোপাল চন্দ্র রায়ের নাম প্রস্তাব দিয়েছেন। তিনি আশা বাদী নির্বাচিত সদস্যরা গোপাল চন্দ্র রায়কে জয়যুক্ত করবেন। তিনি আরো বলেন মাত্র ৩৮ শতাংশ কিছুটা বেশি ভোট পেয়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হয়েছে। ফলে বুঝা গেছে রাজ্যের ৬০ শতাংশের অধিক মানুষ পরিবর্তন চেয়েছে। তিনি আরো বলেন এই সরকারকে কংগ্রেস গঠনমূলক সহযোগিতা করবে। এবং জনগণের স্বার্থে বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরেও লড়াই করবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা।