স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : ছাত্র যুব সমাজ হচ্ছে সমাজের চালিকাশক্তি। কিন্তু উপযুক্ত শিক্ষার অভাব হলে যেমন ছাত্র ছাত্রীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা যায় না, তেমনি কর্মসংস্থানের সার্বিক ব্যবস্থা তৈরি না হলে সম্ভাবনাময় যুবশক্তির ধ্বংস হয়ে যায়। স্বাধীনতা এত বছর পরেও দেশে এবং রাজ্যে উল্লেখিত সমস্যায় পিড়িত দেখা যুবক-যুবতীরা।
এর মূল কারণ হলো সরকার ক্ষমতায় আসার পর নিজের মত করে শিক্ষা নীতি কর্মসংস্থানের নীতি প্রনয়ন করেছে। এর ফলে এখন পর্যন্ত দেশে যেমন একটা স্হিতিশীল কার্যকরী শিক্ষা নিতে গড়ে ওঠেনি, একইভাবে উপযুক্ত কর্ম পরিকল্পনার অভাবে বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। বর্তমানে কর্মসংস্থান তথা বেকারত্বের জন্য ত্রিপুরার অবস্থা ভয়াবহ। তাই বাঙালি যুবসমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সোমবার আমারও বাঙালি রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বাঙালি যুব সমাজের রাজ্য কমিটির সচিব গৌতম দেব। দাবি করা হয় জেআরবিটি সমস্ত শুন্যপদ পূরণ করা, গৃহীত টেট পরীক্ষা ফলাফল দ্রুত ঘোষণা করা, সরকারি দপ্তর গুলিতে থাকা শূন্য পদ অবিলম্বে পূরণ করা।