স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : ২ মার্চ ভোটের ফলাফল ঘোষণা হওয়ার ১৮ দিন অতিক্রান্ত হয়ে গেলেও সন্ত্রাসের আগুন রুখতে পারছে না প্রশাসন। নিঃস্ব হয়ে পড়ছেন উদয়পুর মহকুমা গর্জি বাজারের পাঁচ ব্যবসায়ী। মাথায় হাত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। ঘটনা বিবরণে জানা যায়, রবিবার রাতে দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি যায়। কিন্তু রাত আনুমানিক দুইটার নাগাদ ব্যবসায়িরা খবর পায় বাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ব্যবসায়ীরা বাজারে ছুটে যায়।
খবর দেওয়া হয় দমকল কর্মীদের। কিন্তু দীর্ঘ ৪৫ মিনিট পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ। আর এই সময়ের মধ্যে আগুনে পুড়ে যায় পাঁচটি দোকান। ক্ষতিগ্রস্ত পাঁচটি দোকান মালিক শ্রীকান্ত ভট্টাচার্যী, বিশ্বজিৎ দাস, নির্মল ঘোষ, মিনতী দাস এবং স্বপন ঘোষ। তাদের মিষ্টির দোকান, রেস্টুরেন্ট এবং মুদির দোকান ছিল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ হয়তো রাজনৈতিক সন্ত্রাসে এই অগ্নিকান্ডের ঘটনায় সংগঠিত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান অগ্নিকাণ্ডে তারা পুরোপুরি ভাবে নিঃস্ব হয়ে গেছে। সরকার থেকে যদি সহযোগিতা না পাওয়া যায় তাহলে তারা পুনরায় ঘুরে দাঁড়াতে পারবেনা। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন সরকার থেকে ঘটনার পর পরের দিন সকাল পর্যন্ত কোন খবর নেওয়া হয়নি। তাদের ক্ষয়ক্ষতি পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা করে হয়েছে। আরো বলেন, অগ্নিকান্ডের ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু তদন্ত করতে হবে। যদি রাজনৈতিক প্রতিহিংসামূলক অগ্নিকান্ডের ঘটনা হয়ে থাকে তাহলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করতে হবে।