Tuesday, March 25, 2025
বাড়িবিশ্ব সংবাদসংযুক্ত আরব আমিরাত সফরে বাশার আল আসাদ

সংযুক্ত আরব আমিরাত সফরে বাশার আল আসাদ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ মার্চ: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গতকাল রোববার রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যান।বাশার আল আসাদ এমন এক সময় সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন, যখন বিভিন্ন আরব রাষ্ট্র দামেস্কের বিচ্ছিন্নতা সহজ করার ব্যাপারে উদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে।স্ত্রী আসমা আল আসাদকে সঙ্গে নিয়ে উড়োজাহাজে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যান বাশার আল আসাদ। তাঁদের বহনকারী উড়োজাহাজকে আকাশেই অভ্যর্থনা জানায় আমিরাতি যুদ্ধবিমান।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আবুধাবিতে পৌঁছানোর পর বাশার আল আসাদকে কামানের তোপধ্বনি করে রাষ্ট্রীয় সালাম দেওয়া হয়। পরে তাঁর সঙ্গে বৈঠক করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।বাশার আল আসাদের সঙ্গে বৈঠক নিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, তাঁরা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে গঠনমূলক আলোচনা করেছেন।গত বছরও সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন বাশার আল আসাদ। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এটাই ছিল কোনো আরব রাষ্ট্রে তাঁর প্রথম সফর।সংযুক্ত আরব আমিরাতে বাশার আল আসাদের আগের বারের চেয়ে এবারের সফরে বেশি আনুষ্ঠানিকতা লক্ষ করা যায়।এর আগে বাশার আল আসাদ গত মাসে ওমান সফর করেছিলেন। তিনি চলতি মাসের শুরুতে রাশিয়া সফর করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য