Saturday, March 22, 2025
বাড়িরাজ্যকেরল পুলিশের হাতে আটক রাজ্যের তিন প্রতারক

কেরল পুলিশের হাতে আটক রাজ্যের তিন প্রতারক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মার্চ : প্রেমের ফাঁদে ফেলে বহির্রাজ্যের মহিলার কাছ থেকে ২২ লক্ষ ৭৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ রাজ্যের তিন যুবকের বিরুদ্ধে। সাইবার ক্রাইম ব্রাঞ্চে মামলার পর গ্রেফতার হয় অভিযুক্ত তিন যুবক।‌ আদালত থেকে সাতদিনের ট্রানজিট রিমান্ডে নেয় কেরল পুলিশ। জানা যায়, সাইবার ক্রাইম মামলায় ২২ লক্ষ ৭৫ হাজার টাকা প্রতারণার অভিযোগে তেলিয়ামুড়া থেকে তিন যুবককে গ্রেফতার করেছে কেরল পুলিশ।

অভিযুক্ত তিন যুবকের নাম কুমার জমাতিয়া, সরোজ দেববর্মা, সঞ্জিত দেববর্মা। তারা গত দুমাস আগে কেরলের তিরুবন্দমপুরে সারা স্বাথি নামক এক মহিলার সাথে অভিযুক্ত তিন যুবকের মধ্যে কোন এক যুবকের সামাজিক মাধ্যমে ভালোবাসার সম্পর্ক হয়। পরে এ যুবক জর্ডন হাসপাতালের চিকিৎসক বলে পরিচয় দেয় মহিলাকে। পরবর্তী সময় তাদের মধ্যে সামাজিক কথাবার্তা শুরু হয়। দুমাস পর এই মহিলা ভুয়ো ডাক্তারের কাছে বিয়ের প্রস্তাব দিলে ভুয়ো ডাক্তার মহিলার কাছে তার অর্থনৈতিক সমস্যার কথা জানায়। মহিলা তাকে অর্থনৈতিক ভাবে সাহায্য করবে বলে শিকার করলে, এই যুবক তখন বন্ধুবান্ধবদের নিয়ে যাওয়া এবং বিয়ে করার জন্য ২২ লক্ষ ৭৫ হাজার টাকা দাবি করেন। মহিলা অভিযুক্ত তিন যুবকের ব্যাংক একাউন্টের মাধ্যমে ২২ লক্ষ ৭৫ হাজার টাকা পাঠানোর পর অভিযুক্ত যুবকরা মহিলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে নেয়, পরবর্তী সময়ে সারা স্বাথী নামক ওই মহিলা স্থানীয় সাইবার ক্রাইম ব্রাঞ্চে একটি মামলা করেন। মামলা হাতে নিয়ে কেরল পুলিশ তদন্ত শুরু করে। শনিবার তেলিয়ামুড়া থানার সহযোগিতায় অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে কেরল পুলিশ। রবিবার সকালে সাত দিনের ট্রানজিট রিমান্ড চেয়ে খোয়াই জেলা ও দায়রা আদালতে অভিযুক্তদের সুপার্দ করে পুলিশ। আদালত সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে, সাতদিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে অভিযুক্তদের কেরল পুলিশের হাতে তুলে দেয়। এমনটাই জানান সরকার পক্ষের আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য। রবিবার অভিযুক্তদের কেরলে নিয়ে যাবে কেরল পুলিশ। তবে এই মামলায় বেশ কয়েকজন জড়িত রয়েছে বা রিমান্ড শেষে আরো কয়েকজনের নাম উঠে আসতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য