Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যআটক কয়েক কোটি টাকার ব্রাউন সুগার

আটক কয়েক কোটি টাকার ব্রাউন সুগার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মার্চ : গোপন সূত্রের খবরে কমলপুর থানার পুলিশ শনিবার রাত সাড়ে দশটার নাগাদ কমলপুর মহকুমা শ্রীরামপুর নাকা পয়েন্টে দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে আটক করে কয়েক কোটি টাকার ব্রাউন সুগার।

 আটক করা হয় টি আর ০১ এ আর ১৭২৯ নম্বরের গাড়ি চালক এবং সহ চালককে। ঘটনার বিবরণে জানা যায় কমলপুর থানার পুলিশ যেদিন জানতে পারে দুটি গাড়ি দিয়ে কুমারঘাট থেকে নেশা সামগ্রী পাচার হতে পারে। সে মোতাবেক পুলিশ শ্রীরামপুর নাকা পয়েন্টে উৎপেতে বসে থাকে। পুলিশ দুটি গাড়ি আসা মাত্রই তল্লাশি শুরু করে। এর মধ্যে আদা বুঝাই গাড়ি থেকে আটক হয় ২৪৪ কেস ব্রাউন সুগার। পুলিশ গাড়ি চালক এবং সহ চালকের বাড়ি বিশালগড় ও বক্সনগরে। পুলিশের ধারণা জিজ্ঞাসাবাদে উঠে আসতে পারে এই পাচার কান্ডে কারা জড়িত হয়েছে। আটক হওয়া ব্রাউন সুগারের মূল্য কয়েক কোটি টাকা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য