Thursday, March 30, 2023
বাড়িরাজ্যঅল ইন্ডিয়া ডিএসও -র ডেপুটেশন

অল ইন্ডিয়া ডিএসও -র ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মার্চ :  বিশালগড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুক্রবার মারধর করেছে কিছু কতিপয় দুষ্কৃতী। এই ঘটনায় প্রতিবাদে অল ইন্ডিয়া ডিএসও রাজ্য কমিটির পক্ষ থেকে শনিবার পুলিশের মহা নির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার জানান, বিশালগড়ে পরীক্ষার্থীদের উপর এই ধরনের সন্ত্রাসের ঘটনা অত্যন্ত নিন্দা জনক।

 রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জনের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে দাবি জানানো হচ্ছে যাতে দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হয়। এবং দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এ ধরনের ঘটনা ছাত্র-ছাত্রীদের উপর যাতে ভবিষ্যতে না সংগঠিত হয় তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গুলিতে যাতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ পরীক্ষার দিনগুলিতে দেওয়া হয় সেদিকেও নজর দেওয়ার জন্য অবগত করা হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য