স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মার্চ : সুট ব্যুট পরে অচেনা বাড়ির দেওয়াল টপকে মিলল না দয়াল ঠাকুরের দেখা। শনিবার দিন দুপুরে দয়াল ঠাকুরকে খোঁজ করতে এসে এক বাড়ির দেওয়াল টপকে প্রবেশ করতে যায় সহজ সরল এক ব্যক্তি। পরবর্তী সময় হেমন্ত চাকমা নামে ছৈলেংটার এই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক হেমন্ত চাকমা জানান তিনি একজন সরকারি কর্মচারী।
ধর্মনগরে তিনি কর্মরত রয়েছেন। দয়াল ঠাকুর নামে এক ব্যক্তির খোঁজে আগরতলায় এসেছেন। দয়াল ঠাকুর আগরতলা বেড়াতে এসেছেন। ঠিকানা অনুযায়ী তিনি রাজধানীর জয়নগর এলাকায় গিয়ে দয়াল ঠাকুরকে খোঁজ করে না পেয়ে বাড়ির দেওয়ার টপকে প্রবেশ করাতে চায়। তখন বাড়িতে থাকা মহিলা চিৎকার শুরু করলে ছুটে আসে এলাকাবাসী। পরবর্তী সময় দয়াল ঠাকুরের খোঁজে আসা হেমন্ত চাকমাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।