Monday, March 17, 2025
বাড়িরাজ্যহাসপাতালে রক্তদান শিবির

হাসপাতালে রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মার্চ :  নির্বাচনের কারণে গত তিন মাসে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে যে রক্তের ঘাটতি সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের জন্য আইজিএম হাসপাতালের কর্মচারীবৃন্দ শনিবার রক্তদান শিবিরের আয়োজন করেছে। এদিনের স্বেচ্ছায় রক্তদান উৎসবে এগিয়ে এসেছে হাসপাতালে কর্মচারীরা। শিবিরে উপস্থিত ছিলেন আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার দিলীপ দাস। তিনি জানান, রক্তদান শিবিরের যে উদ্যোগ নেওয়া হয়েছে এর দ্বারা স্পষ্ট কর্মচারীরা অত্যন্ত মানবিক।

 তারা মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে যারা এ রক্তদান শিবিরে এগিয়ে এসেছে তাদের শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন আইজিএম হাসপাতালে পরিষেবা উন্নত করার জন্য কর্মীরা যথেষ্ট আন্তরিক। যার ফলে হাসপাতালে এসে রোগীদের এবং রোগীর পরিজনদের এখন আগের মতো আর দুর্ভোগ পোহাতে হয় না। মানুষকে আরো কতটা উন্নত পরিষেবা দেওয়া যায় ইনফ্রাস্ট্রাকচারের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রত্যেক কর্মচারীকে লক্ষ্য রাখতে হবে যাতে মানুষের জন্য জীবন উৎসর্গ হয়। এমনটাই জানান তিনি। পরবর্তী সময়ে ডাক্তার দিলীপ দাস রক্তদান শিবির পরিদর্শন করেন। উৎসাহিত করেন রক্তদাতাদের। নিয়মিত রক্তদান করার জন্য আহ্বান জানান। তাহলে রক্তের ঘাটতি থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে। ব্লাড ব্যাংকগুলি রক্তশূন্যতায় ভুগবে না বলে অভিমত ব্যক্ত করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দিলীপ দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য