Sunday, March 23, 2025
বাড়িরাজ্যপাতাল কন্যা জমাতিয়া এবং জয়ন্তী দেববর্মাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান

পাতাল কন্যা জমাতিয়া এবং জয়ন্তী দেববর্মাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মার্চ : বিজেপি’র সর্বভারতীয় নেতৃত্ব নির্দেশ অনুযায়ী দুই বিজিতা প্রার্থী পাতাল কন্যা জমাতিয়া এবং জয়ন্তী দেববর্মাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছে। “ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস”-এর চেয়ারপার্সন হিসেবে জয়ন্তী দেববর্মা এবং “ত্রিপুরা রিহেবিলিটেশান প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড” এর চেয়ারপার্সন হিসাবে পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত হয়েছেন।

জয়ন্তী দেববর্মা প্রয়াত মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার কন্যা। তিনি সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ২৬ আশারামবাড়ি থেকে আইপিএফটি হয়ে লড়াই করেছিলেন। কিন্তু এই কেন্দ্র তিপরা মথার প্রার্থীর কাছে তিনি পরাজিত হয়েছেন। ৪১ অম্পিনগর বিধানসভার কেন্দ্র থেকে বিজেপি হয়ে প্রার্থী ছিলেন পাতাল কন্যা। তিনি তিপ্রা মথার প্রার্থী পাঠান লাল জামাতিয়ার কাছে পরাজিত হয়েছেন। দিল্লি নেতৃত্ব এই দুই প্রার্থীকে নিয়ে বহুদূর পর্যন্ত চিন্তা করেছিলেন। তাদের অপ্রত্যাশী পরাজয়ের পর সিদ্ধান্ত নেন তাদের কোন এক সম্মান যোগ্য স্থানে ঠাঁই করার। সেই অনুযায়ী দুই নেত্রীকে রাজ্য সরকার এই দুটি গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছেন। শুক্রবার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রাজ্য সরকারের অবর সচিব জয় দত্ত। তাদের দুটি প্রতিষ্ঠানে নতুন গতি সঞ্চারিত হবে বলে নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাদের দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য