স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মার্চ : শুক্রবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের পৌরহিত্য কর্পোরেটার, পুর নিগমের কমিশনার এবং জোনাল চেয়ারম্যানদের নিয়ে নির্ধারিত কাউন্সিলিং মিটিং অনুষ্ঠিত হয়। এদিন বৈঠকে আলোচনা হয়েছে আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যানজট মুক্ত রাখা সহ একাধিক বিষয়ে।
পরে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরের যে সমস্যাগুলি বিগত দিনে ছিল সে সমস্যাগুলি দ্রুত সমাধান করার জন্য এদিনের বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে যে উন্নয়নমূলক কাজ গুলিতে পুর নিগম হাত লাগিয়েছে সেগুলি যাতে দ্রুত সম্পূর্ণ হয় সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আগরতলা শহর সাজানোর জন্য বদ্ধপরিকর পুর নিগম কর্তৃপক্ষ। এজন্যে আলোচনার আরও একটি বিষয় হলো মানুষের মৌলিক চাহিদাগুলি যাতে দ্রুত পূরণ করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। পুর নিগমের পক্ষ থেকে আগরতলা শহরের যে পুকুরগুলি পরিতিক্ত অবস্থায় ছিল সেগুলি সংস্কার করে এলাকার সৌন্দর্যের বৃদ্ধি করার কাজ চলছে। অপর একটি প্রধান বিষয় হলো আগরতলা শহরে কোথাও যেন আবর্জনা স্তূপ না জমে তার জন্য বাড়ি বাড়ি থেকে যারা আবর্জনা সংগ্রহ করে তাদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান মেয়র। কিন্তু এই দিন মেয়র আরো একটি বিষয় স্পষ্ট বলে দিলেন যে রাস্তাঘাট এবং ড্রেইন পরিষ্কার রাখতে ব্যবস্থা নেওয়া হলেও দেখা যাচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান এবং অনেকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এর থেকে বিরত থেকে শহর সুন্দর রাখার জন্য সহযোগিতার আহ্বান জানান মেয়র। পাশাপাশি এই দিন মেয়র জানান কনস্ট্রাকশনের কাজের জন্য কিছু মানুষজন বা আবাসন তৈরি করার ঠিকাদারেরা ইট, বালি, সিমেন্ট সহ বিভিন্ন সামগ্রী মানুষ রাস্তার পাশে রেখে ড্রেইন ভরাট করে ফেলছে। এ ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে নিগম কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কারণ বর্ষার দিন বলে নিকাশি ব্যবস্থার দিকে নিগম কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে হচ্ছে। কোনভাবে জনগণের ক্ষতি বরদাস্ত করা হবে না বলে জানান মেয়র। রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি ও আই পি এফ টি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিগত দিনে এই সরকার যেভাবে আগরতলা পুর নিগমকে উন্নয়নের ধারা ত্বরান্বিত রাখতে সহযোগিতা করেছে, একইভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা করবে বর্তমান সরকার। এমনটাই অভিমত ব্যক্ত করলেন মেয়র দীপক মজুমদার। মেয়র এদিন আরো জানান, কর্পোরেটর মিনা রানী সরকার ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বিধায়িকা হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি পবিত্র বিধানসভায় স্থান পাওয়ার জন্য এদিন সংবর্ধনা জানানো হয়েছে বলে জানান মেয়র। তিনি বলেন মিনা রানী সরকার আগামী দিনে আগরতলা শহরের উন্নয়নের জন্য সহযোগিতা করবেন। এদিন বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।