Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মার্চ :  শুক্রবার আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয় অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠিত হয়। এদিন সহকারী হাইকমিশন কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এক আসনের সাংসদ ফরহাদ হোসেন সংগ্রাম, মন্ত্রী টিংকু রায়, বাংলাদেশের সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা।

এদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অতিথিরা। ১৯২০ সালের ১৭ মার্চ জন্ম গ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দিনটি পৃথিবীর সকল বাঙ্গালীদের জন্য অত্যন্ত আনন্দের। একই সঙ্গে ১৯৯৬ সাল থেকে এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে।  এদিন জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের নিয়ে কেক কাটা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  একজন সাধারণ থেকে অসাধারনে ব্যক্তিতে পরিণত হওয়া এটা বাঙ্গালী জাতির জন্য গর্বের বিষয়। শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হত না বলে জানান ব্রাহ্মণবাড়িয়া এক আসনের সাংসদ ফরহাদ হোসেন সংগ্রাম। ভারত বাংলাদেশের সম্পর্ককে উচ্চ মাত্রায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য