Tuesday, April 16, 2024
বাড়িরাজ্যআন্তর্জাতিক নারী দিবস -২০২৩ উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মার্চ :  মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ উদযাপন উপলক্ষ্যে মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয়। সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।  উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায়, মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, অধিকর্তা এল রাঙ্খল সহ অন্যান্যরা।

স্বসহায়ক দলের মাধ্যমে বহু মেয়েরা আর্থিক ভাবে স্বচ্ছল হয়েছে। পুরুষদের তাদের সাথে সমান অংশীদার হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি আরো বলেন ২০১৮ সালের নির্বাচনে মাত্র তিনজন বিধায়িকা নির্বাচিত হয়েছিলেন। এবারের বিধানসভায় বিধায়িকার সংখ্যা নয় জন। ৬০ জন সদস্যদের মধ্যে ৯ জন মহিলা সদস্যা। এটাই রাজ্যের পরিবর্তন বলে জানান তিনি। কেন্দ্রের বড় বড় মন্ত্রনালয় সামলাচ্ছেন মহিলারা। কিন্তু তার পরেও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে। সেই বিষয় গুলিতে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী টিঙ্কু রায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য