স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মার্চ : অল্পের জন্য বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন তথা আমবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিজিত প্রার্থী সুচিত্রা দেববর্মার সুপারি বাগান। জানা যায় জঙ্গল পরিষ্কারের পর শ্রমিকরা আবর্জনায় আগুন লাগায়।
সেই আগুন ছড়িয়ে পড়ে সুচিত্রা দেববর্মার সুপারি বাগানে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। আমবাসা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে এলাকার লোকজনদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ। এক শ্রমিক জানান জঙ্গল পরিষ্কার করে আবর্জনায় আগুন লাগানো হয়েছিল। সেই আগুন ছড়িয়ে পড়ে সুচিত্রা দেববর্মার সুপারি বাগানে।