স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মার্চ : রাজ্য মন্ত্রীসভায় যুব কল্যাণ ও ক্রিড়া দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন নব নির্বাচিত বিধায়ক টিঙ্কু রায়। ইতিমধ্যেই দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন তিনি। মঙ্গলবার ক্রিড়া ও যুব কল্যাণ দপ্তরের সমস্ত শারীর শিক্ষক এবং অন্যান্য কর্মচারীরা মিলে দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়কে সংবর্ধনা প্রদান করে।
এদিন মন্ত্রীর আগরতলা স্থিত বাসভবনে গিয়ে পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ড এর পক্ষ থেকে রাজ্যে ক্রীড়া মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। ক্রিড়াকে কিভাবে আগামী দিনে অগ্রাধিকারের ভিত্তিতে রুপায়ন করা যায় তা নিয়ে আলোচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। স্কুল স্পোর্টস বোর্ডের বিভিন্ন ইভেন্ট গুলিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এই ক্ষেত্রে সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। নতুন উদ্যমে এবং উদ্দীপনা নিয়ে দপ্তরের কাজ গুলি করার পরামর্শ দিয়েছেন বলে জানান পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ড এর যুগ্ম সচিব অপু রায়।