স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : গত ১৯ ডিসেম্বর কেরলে বিজেপি ওবিসি মোর্চার সম্পাদক তথা বরিষ্ঠ আইনজীবী রঞ্জিত শ্রীনিবাসনকে দুর্বৃত্তরা বাড়িতে বেশ করে হত্যা করেছে। এবং পরিবারের লোকজনদের মারধর করে দুর্বৃত্তরা।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার বিকেলে প্রদেশ বিজেপি লিগ্যাল সেল একটি মিছিল সংঘটিত করে আগরতলা শহরে। ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। পরে সিটি সেন্টারের সামনে একটি সভা সংগঠিত করে ঘটনার এনআইএ বা সিবিআই তদন্তের দাবি জানায় প্রদেশ বিজেপি লিগ্যাল সেলের কনভেনার বিশ্বজিৎ দে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি এদিন শহরে প্রতিবাদী মিছিল সংঘটিত করে আইনজীবীরা।