Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যবাইকের ধাক্কায় সংজ্ঞা হারালো পথচারী মহিলা

বাইকের ধাক্কায় সংজ্ঞা হারালো পথচারী মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : জাতীয় সড়কে দুই যুবক বাইক স্পিড দিয়ে আহত করল পথচারী মহিলাকে। ঘটনা সোমবার দুপুরের নাগাদ আগরতলা শহরতলী সূর্যমনি নগর বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, টি আর ০৭ এফ ৮৮২৬ নম্বরে একটি বাইক ৯৫ কিলোমিটার বেগে এসে অপর বাইক অভারটেক করতে গিয়ে রাস্তা অতিক্রম করতে যাওয়া এক মহিলাকে ধাক্কা দেয়। সাথে সাথে মহিলা রাস্তায় লুটিয়ে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলে।

মহিলার বাড়ি আমতলী এলাকায়। স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স দিয়ে হাঁপানিয়া হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ছুটে আসে আমতলী থানার পুলিশ। পুলিশ বাইকটি আটক করে অল্প বিস্তারে আহত হওয়া বাইক চালককে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়। তবে যে যুবক ওভারটেক করার চেষ্টা করেছিল সেই বাইক চালক বিপুল দেববর্মা জানায় সে ৬০ কিলোমিটার গতিতে বাইক চালাচ্ছিল। সে সময় প্রবীর দাস নামে অপর বাইক আরোহী তাকে অতিক্রম করার চেষ্টা করে। তখন এই দুর্ঘটনা সংগঠিত হয়। সড়ক দুর্ঘটনা কেড়ে নিচ্ছে বহু পথচারীর প্রাণ। কিন্তু কোন কঠোর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না পুলিশ ও ট্রাফিক কর্মীদের। জাতীয় সড়কে কিংবা আগরতলা শহরের অলিগলি সর্বত্রে চলছে বখাটে যুবকদের বাইক চালানোর দৌরাত্ম্য। বাইক চালকদের জন্য হয়তো কেউ পঙ্গু হয়ে বুঝা হচ্ছে পরিবারের কাছে, আবার কারোর জীবনহানি হচ্ছে। সুতরাং এ ধরনের বখাটে যুবকদের বাইক সন্ত্রাসে ব্যতিব্যস্ত মানুষ। বিপুল দেববর্মা বাড়ি মধুপুর এবং প্রবীর দাসের বাড়ি আগরতলায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য