Monday, March 17, 2025
বাড়িরাজ্যপার্কিং সহ বেআইনি রাস্তা দখল করে ব্যবসারত দোকানিদের অন্যত্র সরানোর নিয়ে বৈঠক

পার্কিং সহ বেআইনি রাস্তা দখল করে ব্যবসারত দোকানিদের অন্যত্র সরানোর নিয়ে বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : নর্থ জোনের অন্তর্গত জিবি এলাকায় পার্কিং সহ বেআইনি রাস্তা দখল করে ব্যবসারত দোকানিদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা নিয়ে সোমবার ট্রাফিক এসপি, এ এম সি নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, মেয়র ইন কাউন্সিলের সদস্য হীরালাল দেবনাথ, শম্পা সেন,  ব্যবসায়ী ও সিন্ডিকেটের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত দীর্ঘ  দিন যাবত  জিবি এলাকায় অবৈধ ভাবে রাস্তা দখল করে যান বাহন পার্কিং এবং অবৈধ ভাবে ব্যবসা করার জন্য সমস্যা তৈরি হয়। যার কারনে সমস্যায় পড়তে হচ্ছিল সকলকে।

অবশেষে এই অবৈধ পার্কিং এবং যত্রতত্র ব্যবসা করার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল পুর নিগমের  নর্থ জোন। তাদের বিকল্প স্থানে ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়। সেই বিষয়ে এদিন বৈঠক অনুষ্ঠিত হয়।  এ এম সি নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ জানান পুর নিগম আগরতলা শহরকে জঞ্জাল মুক্ত রাখতে এবং রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী ফেলে রাখার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। জিবি হাসপাতালের প্রবেশ দ্বারে অবৈধ ভাবে রাখা গারি এবং দোকান গুলিকে সরিয়ে জিবি এলাকার সৌন্দর্যায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত চলাচলের সুবিধার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এ এম সি নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ। তিনি আহ্বান জানান রাস্তায় অবৈধ ভাবে যান বাহন রাখা এবং নির্মাণ সামগ্রী ফেলে চলাচলের অসুবিধার সৃষ্টি করার থেকে বিরত থাকার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য