Saturday, July 27, 2024
বাড়িরাজ্যমেয়াদ উত্তীর্ণ খাবারের রমরামা, আঠারোমুড়া পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিতে

মেয়াদ উত্তীর্ণ খাবারের রমরামা, আঠারোমুড়া পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ : তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনকে ঘুমে রেখে একাংশ ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রত্যন্ত এলাকাগুলিতে বিক্রি করছে। মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে আঠারোমুড়া পাহাড়ের বিভিন্ন জনপদ গুলিতে মেয়াদ উত্তীর্ণ খাবার সামগ্রীর রমরমা ব্যবসা চলছে। তেলিয়ামুড়া, আমবাসা, কুমারঘাট সহ আগরতলার বিভিন্ন এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীগুলি জনজাতিদের দোকানিদের কাছে বিক্রি করছে বলে অভিযোগ।

পরে সেসব দোকানি মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাবার সামগ্রী এলাকারই অবুঝ জনজাতিদের কাছে বিক্রি করছে। এছাড়া ঠান্ডা পানীয় এবং বেকারির বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে দেদার জনজাতি এলাকাগুলিতে। প্রত্যক্ষ করা যায় গত সেপ্টেম্বর মাসে ৪ তারিখ তৈরি করা বুঝিয়া এখনো দোকানে রয়েছে। এই বুঝিয়ার মেয়াদ তিন মাস। এই খাবার গ্রহণ করলে অসুস্থ হয়ে পড়তে পারে মানুষ। এ ব্যাপারে মহকুমা প্রশাসনের কোন হেলদোল নেই। তবে তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকরা যাতে  অতিসত্বর জনপদ বিভিন্ন দোকানগুলিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ সামগ্রি গুলি বাজেয়াপ্ত করে সেই দাবি উঠেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য