স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ : শুক্রবার জিবি হাসপাতালের মধ্যে চিকিৎসার বিভিন্ন সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় এ দিন সকালে জিবি হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তার কর্মীরা একটি বন্ধ ঘরের মধ্যে বহু চিকিৎসার সরঞ্জাম দেখতে পায়। তাদের ধারণা এগুলো চুরি যাওয়া সামগ্রী।
কারণ গত কয়েকদিন ধরেই হাসপাতালের করোনা বিভাগ থেকে চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। হয়তো চুরি যাওয়া সামগ্রীগুলি চোর পরিত্যক্ত ঘরে এনে রেখেছে। চুরি যাওয়ার সামগ্রী গুলির মধ্যে রয়েছে ব্লাড প্রেসারে ও অক্সিজেনের সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র। খবর পেয়ে ছুটে আসে হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। তিনি বিষয়টি ধাপা চাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন এ সামগ্রিগুলি পরিত্যক্ত। পরবর্তী সময়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের বেড়াজালে পড়ে বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে কি কারনে কে এক কক্ষের মধ্যে এই পরিত্যক্ত চিকিৎসা সামগ্রী গুলি মজুত করে রেখেছে। বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানান তিনি।