স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ : প্রতিহিংসার আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মানুষের বাড়ি ঘর। গত কয়েকদিনের ন্যায় ব্যতিক্রম হয়নি বৃহস্পতিবার। এদিন রাতের বেলা এগারোটার নাগাদ ধর্মনগর পুর পরিষদের ১৪ নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া শ্মশান কালিবাড়ি রোডে দুই বাড়ি সহ একটি ফ্যাক্টরি আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা বলে অভিযোগ।
ঘটনা বিবরণে জানা যায়, এদিন রাতের বেলা কামরুল হোসেন নামে এক ব্যক্তির ঘুম ভাঙ্গার পর কেরোসিনের গন্ধ পায়। তিনি ঘর থেকে বের হয়ে দেখতে পায় দুই দুষ্কৃতী আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে। তার চিৎকার শুনে ছুটে আসে আশপাশ এলাকার মানুষজন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও পুড়ে যায় আনিসুর রহমানের ফ্যাক্টরি। আনিসুর রহমানের পরিবারের লোকজনদের প্রশ্ন, সরকার কি বলে দিয়েছে মানুষের বাড়ি ঘরে আগুন লাগানোর জন্য? জনগণের ভোট ছাড়া সরকার পাশ করেনি। সন্ধ্যা হলে এলাকায় নেশাগ্রস্ত হয়ে এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করবে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এর তদন্তে দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। নাহলে মানুষ আতঙ্কে ভুগছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এদিন সঠিক সময়ের মতো আগুন যদি এলাকাবাসীর নজরে না আসতো তাহলে আগুন থেকে রেহাই পেত না গ্রামবাসী। এখন দেখার বিষয় ধর্মনগর থানার পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হয় কিনা।