স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ : ২ মার্চ ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে সারা রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস ত্রিপুরা রাজ্যের গরিমা দেশবাসীর কাছে নষ্ট করে দিতে চাইছে। সন্ত্রাস থেকে কেউই রেহাই পাচ্ছে না। শাসক বিরোধী উভয়ের সন্ত্রাসে মানুষ বেশি ব্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষের কাছে প্রতি রাত বিভর্ষময় হয়ে উঠেছে।
গত বুধবার বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের শপথ কখনো অনুষ্ঠানের পর রাতের বেলা রাজধানীর চন্দ্রপুর স্থিত সাতটি দোকান নাশকতা মূলক আগুনে পুড়ে যায়। শুক্রবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে যান মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন ১০ নং ওয়ার্ডের কর্পুরেটর সুমা মজুমদার সহ অন্যান্যরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে মেয়র জানান, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর এ রাজ্যের কিছু কিছু দুষ্কৃতিকারীরা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। সেদিন রাতের বেলা যারা এসবটির দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তার জন্য দাবি জানান তিনি। পাশাপাশি ঘটনার তীব্র নিন্দাও জানান। তিনি আরো বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করার জন্য সরকার চিন্তা ভাবনা করছে। বিশেষ করে আগামী দিনে এ ধরনের ঘটনা যাতে এলাকায় পুনর্বৃত্ত না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের আশ্বাস দেন মেয়র। মেয়রের আশ্বাস পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কিছুটা হল স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বলা হয়েছে সরকার তাদের পাশে আছে।