Saturday, February 8, 2025
বাড়িরাজ্যবিভিন্ন দপ্তরে ১২২১ টি-র অধিক পদে নিয়োগের মঞ্জুরি দিল রাজ্য মন্ত্রীসভা

বিভিন্ন দপ্তরে ১২২১ টি-র অধিক পদে নিয়োগের মঞ্জুরি দিল রাজ্য মন্ত্রীসভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ডিসেম্বর : রাজ্য মন্ত্রী সভায় একাধিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দপ্তরে ১২২১ টি-র অধিক পদে নিয়োগের মঞ্জুরি দিল রাজ্য মন্ত্রীসভা মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্ত তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি  জানান স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়ন ও পড়াশুনার জন্য ত্রিপুরা ম্যাডিকেল কলেজ ও ডাঃ বি আর আম্বেদকর টিচিং হাসপাতালের সোসাইটি জায়গা চেয়েছিল রাজ্য সরকারের কাছে।

 তাঁদের আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকারের রাজস্ব দপ্তরের মাধ্যমে ২৫ একর জমি লিজে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রীসভা। এছাড়া রাজ্যে হতে যাওয়া ফরেনসিক বিশ্ব বিদ্যালয়ের জন্য কেন্দ্রীয় গৃহমন্ত্রককে  সদর মহকুমার অন্তর্গত রাজস্ব দপ্তরের মাধ্যমে ৪৯.২১ একর জায়গা প্রদানের মঞ্জুরি দেওয়া হয়েছে। চতুর্থ রাজ্য হিসাবে ত্রিপুরাতে গড়ে উঠবে এই ফরেনসিক বিশ্ব বিদ্যালয়। তিনি আরও জানান পঞ্চায়েত দপ্তরের জন্য এই প্রথম ১১৭৮ টি পদে পঞ্চায়েত একজিকিউটিভ  অফিসার নিয়োগ করা হবে। প্রতিটি পঞ্চায়েতে একজন করে পঞ্চায়েত একজিকিউটিভ অফিসার হিসাবে তাঁদের নিয়োগ দেওয়া হবে। টি পি এস সি তাঁদের নিয়োগ করবে। কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। কৃষকদের এই আয়কে দ্বিগুণ করা সম্ভব হলে আত্ম নির্ভর ভারত ও আত্ম নির্ভর ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে।  বিগত দিনের সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিসোদ্গার করত। কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ করত না রাজ্য সরকার। নতুন সরকার ক্ষমতায় আশার পর কৃষকদের কাছে থেকে ধান ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বছরে দুই বার কৃষকদের কাছে এই ধান ক্রয় করে সরকার। একটি রবি ও অপরটি খরিফে। এই বছর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০ হাজার এম টি ধান কৃষকদের কাছে থেকে ক্রয় করার। এতে রাজ্য সরকারের ব্যয় হবে ৪৫ কোটি ৬৮ লক্ষ টাকা। মন্ত্রী সভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

উচ্চ আদালতের এসটাব্লিসমেন্ট সেক্টরের জন্য নতুন ৩ টি পদ সৃষ্টি করা হয়েছে। আইন ডিভিশনের মাধ্যমে এই পদ গুলিতে নিয়োগ করা হবে। একই সঙ্গে আইন দপ্তরের অধীনে সরকারী আইনজীবীদের সঙ্গে কাজ করা ক্লার্কদের বেতন ৭৫০০ টাকা থেকে বারিয়ে ৮৫০০ টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রীসভা। স্বাস্থ্য দপ্তরের অধীনে ৩৫ জন ডেন্টাল মেডিক্যাল অফিসার টি পি এস সি-র মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ  করা হয়েছে। সহসাই তা পূরণ করা হবে। কোভীডের সময় যে সমস্ত গ্র্যাজুয়েটরা দায়িত্ব প্রতিপালন করেছেন তাঁদের এই ক্ষেত্রে বিশেষ প্রধান্য দেওয়া হবে । তাঁদের অনুপ্রাণিত এবং কথা রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে ষ্টেট ফরেনসিক সায়েন্টিফিক ল্যাবরট্রির জন্য সায়েন্টিফিক অফিসার পদে ৫ জনকে নিয়োগ করা হবে। নিয়োগ নিতি কি হবে তা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। এ আর ডিপার্টমেন্টে বহু মামলা জমে রয়েছে। এই জমে থাকা মামলা গুলি কর্মী স্বল্পতায় শেষ করা যাচ্ছে না। যে কারনে বিভাগীয় তদন্তের মত বিষয় গুলি ঝুলে থাকায় কোন কর্মচারী অবসরে যাওয়ার পরেও পুরো বেনিফিট পাচ্ছে না। এই সমস্যা নিরসনের জন্য রাজ্য মন্ত্রী সভা সিদ্ধান্ত গ্রহণ করেছে সদ্য অবসরে যাওয়া আই এস, সিনিয়ার টি সি এস কিংবা টি জে এস –র কর্মচারীদের চুক্তির মাধ্যমে নিয়োগ করার। তদন্তকারী অফিসার হিসাবে তারা নিয়োগ পাবেন। এর মাধ্যমে তিন মাসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করতে পারলে আই এস –রা পাবে ১৫ হাজার টাকা। টি সি এস –রা পাবে ১০ হাজার টাকা প্রদান করা হবে। কমিটি তাদের নিয়োগ করবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য