ক্রীড়া প্রতিনিধি।। বিসিসিআই পরিচালিত চলতি ক্রিকেট মরসুমের সি কে নাইডু ট্রফির জন্য রাজ্য দল গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থা। দল গঠনকে সামনে রেখে রাজ্য ক্রিকেট সংস্থা অনূর্ধ্ব ২৫ ক্রিকেটারদের নিয়ে শুরু করতে চলছে নির্বাচনী ট্রেনিং ক্যাম্প। শিবিরের জন্য মোট ৪৪ জন ক্রিকেটারের নাম ঘোষণা করলো রাজ্য ক্রিকেট সংস্থা।
নির্বাচিত ক্রিকেটারদের আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে নটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে কোচ এবং ট্রেনারদের কাছে। শিবিরের জন্য নির্বাচিতরা ৪৪ জন ক্রিকেটার হলেন শ্রীধাম পাল, শুভম ঘোষ, বিক্রম কুমার দাস, অর্ক প্রভ সিনহা, পল্লব দাস, চন্দন রায়, শাহরুখ হোসেন, শংকর পাল, বিক্রম দেবনাথ, সম্রাট সূত্রধর, শ্যাম শাকিল গান, তন্ময় দাস সিনিয়র, সায়ন্তন দেববর্মা, দীপেন বিশ্বাস, অভিজিৎ দেববর্মা, ইন্দ্রজিৎ পাল, জয় কিষান সাহা, অমরেশ দাস, সৌরভ সাহানি, রিয়াজউদ্দিন, তন্ময় ঘোষ জুনিয়র, তন্ময় ঘোষ সিনিয়র, আকাশ আহমেদ, বিল্লাল মিয়া, লক্ষণ পাল, ভিকি সাহা, তাপস দেবনাথ, অমিত দাস, রিমন, সুজিত চন্দ্রদ্বীপ, দেবপ্রসাদ সিংহ, বিজয় বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, কাজল সূত্রধর,, রাহুল সাহা, ইভান চন্দ্র রিয়াং, পারভেজ সুলতান, সাহিল সুলতান, ঈশান মুরাসিং, দ্বৈপায়ন দেববর্মা, শুভম সূত্রধর অর্জুন দেবনাথ, শ্যামল বিশ্বাস। কোচ জয়ন্ত দেবনাথ এবং অনুপ কুমার দাস, অজিতাভ অনাথ ট্রেনার, ফিজিও অর্পণ কর। রাজ্য ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব কিশোর কুমার দাস এক বিবৃতিতে এসংবাদ জানিয়েছেন।