স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হবে। আর এই রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করার দায়িত্ব প্রশাসনের। ৪৮ ঘন্টার মধ্যে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ না হলে রাজ্যজুড়ে বাম কংগ্রেসের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে আত্ম রক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলা হবে। সোমবার কৈলাশহর কংগ্রেস ভবনে এমনই হুঁশিয়ারি দিয়ে দিলেন কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।
তিনি বলেন, মাত্র ৩৯ শতাংশ ভোট পেয়ে সরকার গড়তে করতে চলেছে বিজেপি এবং আইপিএফটি জোট। আর বিরোধীদের দখলে রয়েছে ৬১ শতাংশ ভোট। এই জোট সরকার বেশিদিন স্থায়ী হবে না বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে এদিন রাজনৈতিক সন্ত্রাসের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, যেভাবে সন্ত্রাস হচ্ছে তাতে বোঝা যাচ্ছে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী সরকার বেশি দিন স্থায়ী হবে না। কারণ ২ মার্চ ফলাফল ঘোষণা আগে জেলা স্তর, ব্লক স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত শান্তি বৈঠক হয়েছে। বৈঠকে কংগ্রেস এবং বামফ্রন্টের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল সরকারের আসলেও শান্তির পরিবেশ বজায় রাখা হবে আবার না আসলেও শান্তি পরিবেশ বজায় রাখা হবে। কিন্তু দেখা গেছে এত শান্তি বৈঠক হলেও ফলাফল ঘোষণার পর শুরু হয়ে গেল তান্ডব। মানুষের বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর, মারধর এবং তোলাবাজি করে চলেছে বিজেপি আশ্রীত দুর্বৃত্তরা। প্রশাসন পুরোপুরিভাবে নির্বিকার হয়ে আছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা গ্রহণ না করে তাহলে আগামী দুদিনের মধ্যে আগরতলায় এসে কংগ্রেস এবং বামফ্রন্টের নেতাকর্মীরা বৈঠক করে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। কারণ আত্মরক্ষা করা সংবিধানের অধিকার বলে জানান শ্রী সিনহা।