স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : দুর্বৃত্তদের তান্ডবে একই পরিবারের আহত পাঁচজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা এই রবিবার রাতে সুবল সিং হাজামারা এলাকায়। ঘটনায় বিবরনে জানা যায়, রবিবার রাতে সুবল সিং হেজামারা এলাকায় কোন এক বিষয়কে কেন্দ্র করে স্বপন দেববর্মা নামে এক ব্যক্তির নেতৃত্বে দুর্বৃত্তরা পাঁচজন জনকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।
আহত অমর দেববর্মার অভিযোগ স্বপন দেববর্মা নামে এক যুবক সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে তার দাদুকে মারধর করে। তখন দাদুকে বাঁচাতে যায়। তারপরেই স্বপন দেববর্মা নেতৃত্বে যাদব দেববর্মা , রঞ্জিত দেববর্মা, যুগল দেববর্মা এবং বিমল দেববর্মা মিলে অমর দেববর্মা সহ তার পরিবারের পাঁচজনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতেই রক্তাক্ত হন অমর দেববর্মা সহ তার পরিবারের পাঁচজন। পরে এলাকাবাসী এগিয়ে আসে অমর দেববর্মা সহ তার পরিবারের লোকজনদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আহত অমর দেববর্মা আরো জানান এই ঘটনায় স্বপন দেববর্মা সহ তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।