Thursday, April 25, 2024
বাড়িরাজ্যসরকার গঠনের প্রস্তাব নিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রী

সরকার গঠনের প্রস্তাব নিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : সরকার গঠনের প্রস্তাব নিয়ে সোমবার সন্ধ্যায় রাজভবনে যান পরিষদীয় নেতা ডাঃ মানিক সাহা সহ অন্যান্যরা। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য-র হাতে তুলে দেন প্রস্তাবপত্র।

 এই প্রস্তাপ পত্রে বিজেপি-র সমস্ত বিধায়ক- বিধায়িকাদের স্বাক্ষরের পাশাপাশি  রয়েছে শরিক দল আই পি এফ টি-র একমাত্র জয়ী বিধায়ক শুক্লা চরণ নোয়াতিয়ার স্বাক্ষর। এদিন মুখ্যমন্ত্রী হিসাবে ডাঃ মানিক সাহার নাম প্রস্তাব করেন তিন জন। তারা হলেন বিধায়িকা প্রতিমা ভৌমিক, বিধায়ক রতন লাল নাথ এবং রামপদ জমাতিয়া। আগামী ৮ মার্চ শপথ নেবেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীসভার সদস্যরা। পূর্ণাঙ্গ মন্ত্রীসভা ৮ মার্চ শপথ নেবে বলে জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সহসাই মন্ত্রী সভায় যারা স্থান পেয়েছেন তাদের নামের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য