স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : ২০২৩ বিধানসভা নির্বাচন ছিল তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনের বক্তব্য অনুযায়ী শেষ লড়াই। এ লড়াইয়ে ১৩ টি আসনে মথার জয় হলেও সাংবিধানিক দাবি নিয়ে শনিবার সামাজিক মাধ্যমে এসে সুর চড়ালেন প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক বক্তব্যে পরিপ্রেক্ষিতে বলেন সাংবিধানিক দাবি নিয়ে সম্মানের সাথে যদি বিজেপি কথা বলতে চায় তাহলে তিনি প্রস্তুত।
কিন্তু যদি ডেকে নিয়ে পোস্ট অফার করা হয় তাহলে সেই বৈঠকে বসতে রাজি নয় তিনি। কারণ তিপরা মথা সাংবিধানিক অধিকারের জন্য আত্মপ্রকাশ হয়েছে। কোন মন্ত্রিত্ব পদ বা পোস্ট অফার করলে নেওয়ার জন্য আত্মপ্রকাশ হয় নি। তাই সাংবিধানিক দাবি জন্য বৈঠকে বসতে প্রস্তুত বলে জানেন তিনি। আরো বলেন হানিবুছা ছাড়া ত্রিপুরা শাসন করতে চাইলে বিজেপি’র আগামী দিনে কষ্ট হবে। সাংবিধানিক দাবির জন্য লড়াই করে যাবে মথা। কারণ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তিপ্রাসারা তিপরা মথাকে ভরসা করে ভোট দিয়েছে।
তাদের ভরসা ভাঙতে পারবে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন তিপরা মথার সুপ্রিমো। প্রসঙ্গত, তিপ্রা মথার উত্থান প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার বলেছিলেন তিপ্রা মথা জনজাতিদের উন্নয়নের জন্য কিছু ইস্যু উত্থাপন করেছে। রাজ্য ভাগের দাবি ছাড়া বিজেপি তাদের সঙ্গে আলোচনায় বসতে এবং কথা বলতে প্রস্তুত রয়েছে। জনজাতিদের উন্নয়নের জন্য বিজেপি সরকার আন্তরিক। কিন্তু এই ক্ষেত্রে গ্রেটার তিপ্রা ল্যান্ডের কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে না। ত্রিপুরা এক ও অভিন্ন। উন্নত ত্রিপুরা গড়তে যা যা প্রয়োজন তাতে আলোচনা করতে কেন্দ্র ও রাজ্য সরকার প্রস্তুত বলে জানান তিনি।