স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মার্চ : এবারের নির্বাচনে আরো ভালো ফল প্রত্যাশা করেছিল কংগ্রেস। জনগণের প্রত্যাশার সফল বাস্তবায়ন করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। উল্লেখ্য, ৫৩-কৈলাসহর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের প্রার্থী বীরজিত সিনহা ৯৬৮৬ভোটের ব্যবধানে জয়লাভ করে করেছেন ।রিটার্নিং অফিসারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে গননা কেন্দ্র থেকে বের হয়ে যাবার সময় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কংগ্রেসের জয়ী প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন , এবারের নির্বাচনে আরো ভালো ফল প্রত্যাশা করা হয়েছিল।
কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি। তিনি নিজে কৈলাশহর বিধানসভা কেন্দ্র থেকে আরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে প্রত্যাশা করেছিলেন। তারপরও গণদেবতা রা তাকে যেভাবে আশীর্বাদ ধন্য করেছেন সেজন্য তিনি গণদেবতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রত্যাশা পূরণ না হওয়ার কারণ সম্পর্কে বলতে গিয়ে প্রতিষ্ঠ কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহা বলেন কেন্দ্রীয় এবং রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার থাকার সুবাদে ভোটে জয়ী হওয়ার জন্য তারা প্রচুর পরিমাণ টাকা-পয়সা বিলিয়েছে। তাতে প্রভাবিত হয়েছেন ভোটাররা। সে কারণেই প্রত্যাশামত ফলাফল হয়নি বলে তিনি উল্লেখ করেন। তবে ভোট গ্রহণ পর্ব এবং গণনা পর্ব যে অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে তা তিনি অপপট স্বীকার করেছেন।