Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যগণদেবতার জয় বললেন রতন চক্রবর্তী

গণদেবতার জয় বললেন রতন চক্রবর্তী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মার্চ :  খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী রতন চক্রবর্তী তার এই জয়কে গণদেবতার জয় বলে আখ্যায়িত করেছেন। খয়েরপুর বিধানসভা এলাকার বিজেপির  জয়ী প্রার্থী রতন চক্রবর্তী জয় সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন তিনি এলাকার সার্বিক উন্নয়নে সারা বছর কাজ করে গেছেন। এলাকায় বহু উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।  উন্নয়নের নিরিখে জনগণ তাকে পুনরায় এই বিধান সভা কেন্দ্র থেকে জয়ী করেছেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন আরো অধিক ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন বলে আশা করেছিলেন।

 কিন্তু জনজাতি অংশের একটা অংশ  তাকে কাছে টেনে নিতে পারেনি। ফোনে গত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে জয় এর ব্যবধানটা অনেকটা কমেছে। পাশাপাশি কংগ্রেস সিপিআইএম জোট সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রতন চক্রবর্তী বলেন তারা যেটুকু পারদ চড়িয়েছিল সেই পরিমাণ ভোট তারা পায়নি। খয়েরপুর বিধানসভা এলাকায় তারা অনেক অপপ্রচার করেও সফল হতে পারেনি। জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রতন চক্রবর্তী বলেন এলাকার শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রেখে আগামী দিনে উন্নয়নের গতি আরো ত্বরান্বিত করতে চান। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে রতন পাবো বলেন জয়ের আনন্দ যাতে অন্যের কোন আতঙ্কের কারণ না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন বিগত দিনেও এলাকায় দলীয় কর্মী সমর্থক আক্রান্ত হয়েছেন। কিন্তু দলীয় নেতাকর্মীদের পাল্টা আক্রমণ করতে দেওয়া হয়নি। এখনো যাতে কোন ধরনের অশান্তির পরিবেশ কায়েম না হয় সেজন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য